এক দিন আমি গল্প শুনবো তোর,
নদীর ধারে ওই গাছের ছায়ায় বসে;
আমারও গল্প বলে দেবো তোকে সব-
যদি কোনোদিন পাই তোকে অবকাশে।
একরাতে তোর ব্যথা গুলো নেবো গুনে,
হাতে হাত রেখে রাত হয়ে যাবে ভোর;
আমারও কান্না যদি নিতে চাস নিবি-
চোখের জলের মালা করে নিবি তোর।
একটা দুপুরে যদি ডেকে নিস কাছে,
নিঝুম দুপুরে পাশাপাশি যদি থাকি-
সব হাসি গুলো দিয়ে দেবো তোকে ঢেলে,
বাইরে তখন ডাকবে ডাহুক পাখি।
কোনো সন্ধ্যায় যদি আমরা দুজনে থাকি,
ঘরে জ্বেলে নেবো একখানি মোম আলো,
অল্প আলোয় তোর মুখে আলোছায়া -
আমাকে নতুন করে শেখাবে বাসতে ভালো।।
~~~~~●~~~~~
চুঁচুড়া
১৫/১২/২০২২