হয়ত আর দেখা হবে না গো কোনোদিন,
চোখে চোখ রাখা হবে না হয়ত আর --
হয়ত হাতে হাত রাখবো না কোনোদিন
হয়ত এমন করেই জীবন হয়ে যাবে পার।
যেন দূর আকাশের মেঘ হয়ে আছে প্রেম,
দূরের আভাসে আরো যেন পাই কাছে,
দূরেই , তবুও তো প্রাণের কাছেই থাকা,
কাছে গেলে যদি হারাই -- সে ভয় আছে।
হয়ত তোমার ঘ্রাণ পাবো না চোখ বুজে
তবুও তোমায় কাছাকাছি পাই জানো--
এমনই করেই ধরে রেখো তুমি কাছে,
যদিও এ হাত ধরতে হবে না কখনও।
এভাবেই যাবে অনেক বসন্ত, শীত--
ঝরে যাবে ফুল গন্ধ বিলিয়ে দিয়ে,
মৌতাতে মধু ফুরাবে নিয়ম মেনে,
চিরকাল মনে থেকে যাবে তুমি প্রিয়ে।
হয়ত এমনই সন্ধ্যায় বসে রবো--
আকাশে থাকবে চাঁদ তারা মিলেমিশে,
তখন মোদের শরীরে মাঘের শীত;
তখনও মনে উঁকি দিও অবকাশে।
যদি নাই দেখা হয় দুজনের কভু আর
তবুও মোরা অনুভবে পাবো পাশে;
আমার চোখের তারায় থাকবে তুমি,
আমিও থাকবো তোমার চিত্তাকাশে।
যদি নাই দেখা হয় দুজনে কখনো আর
এভাবেই প্রেমে করে দেবো দিন পার।।
-----◆-----
১৫/০১/২০২৩