সূর্য্য যখন রাহুর গ্রাসে যায়
সূর্যগ্রহণ বলে সবাই তাকে,
শঙ্খ বাজে, উলুধ্বনি দেয়,
সূর্যটাকে ফিরে আসতে ডাকে।
কাল বিকেলে আমার হটাৎ গ্রহণ--
হারিয়ে গেলো আমার সব আলো,
অন্ধকারে আমি তাই নিশ্চুপ,
এখন তোকে ভাবতে লাগে ভালো।
এখন তুই অনেক দূরের মেয়ে,
আগেও তুই ছিলি এমন দূরে,
দূরে থেকেও কাছাকাছি পেতাম
দুই প্রানের গান বাজত একই সুরে।
হয়ত এখন রাস্তা গেছে বেঁকে,
হাত বাড়িয়ে পাইনা হাতের কাছে,
তবুও যদি একটু আভাস আসে--
মনটা তখন মরতে মরতে বাঁচে।
~~~~~●~~~~~