দূর হতে যদি একলা তোমাকে দেখি
একা একা আমি দাঁড়িয়ে গাছের নীচে,
অথবা রাস্তার ধারে চুপচাপ ফুটপাথে
তুমি চলে যাবে, ডাকবো না আমি পিছে।
রোজই যেমন হেঁটে যাও নিজ কাজে,
চলে যেও তুমি নিজের মতোই করে,
পারলে আমায় আড়চোখে দেখে নিও--
আমি শুধু তোমায় দেখব দু'চোখ ভ'রে।
আর কিছু নয়, দেখা টাই অভিলাষ;
মরম আমার মরছে তোমার তরে,
নয়নের তৃষা মানেনা বাঁধন আর--
অনুমতি দাও দেখতে দু'চোখ ভ'রে।
ওগো মেয়ে, তুমি ভালোবাসো মোরে জানি,
তোমার দুচোখে মোর ছবি দেখি তাই,
আমিও তোমার প্রেমে তে আছি যে ডুবে-
সেই প্রেম টুকু থাক, আর কিছু দাবি নাই।
-----◆-----
চুঁচুড়া
০৭/০২/২০২৩