একটা করে দিন শেষ হয়, আগেও যেমন শেষ হতো দিন,
লবণ হ্রদের আকাশে সন্ধ্যা নামে, তারাদের আলো মেখে গায়;
এখনো সন্ধ্যা নামে অন্ধকার বুকে নিয়ে, বাজে বিষাদের বিন,
না বলা কথারা মাথা কুটে মরে বুকের পাঁজরে, শেষে ফুরায়।
বিক্ষত রক্তাক্ত হৃদয় শেয়ালে
কুকুরে ছিঁড়ে খুঁড়ে খায়
প্রেমের নিঃশেষে।
তারপরে রাত নামে আরো কালো, গাঢ় নিস্তব্ধতা ঘেরে চারদিক,
ছায়াপথ সরে যায় সারারাত ধরে, যেন সরে শেষ কথা টুকু;
পুড়ে অঙ্গার মন থেকে ধোঁয়া ওঠে পাকে পাকে নিভৃত রাত্রে-
ভোরের আগে নিভে যায় লাল হয়ে থাকা শেষ স্ফুলিঙ্গ টুকু।
রাতের দহন শেষে ছাইপাঁশ
অনুভূতি সব দলা হয়ে
পথে মেশে অবশেষে।
----#----
৪/২/২৪