সেই সন্ধ্যায় যবে, মহা সমারোহে
এসেছিলে পাশে,
হয়ত মনে মনে রেখেছিলে হাতে হাত,
বাহুমূলে রেখেছিলে মাথা
অলস ভঙ্গিমায়,
সেই সন্ধ্যার পরে রাত এসেছিলো--
তারপরে হয়নি প্রভাত।
সেই রাতে থেমে আছে সময়
মনের গোপনে,
নিশ্চল ভীতু শামুখের মত
থামিয়ে রেখেছি তারে,
সেই রাত্রির আকাশে, সংগোপনে,
তাই চোখ বুজে এখনো তোমাকে দেখি
অশরীরী বা অপরূপ পরীর মত
চির ভাসমান অপরূপা,
জোনাকীর মত, রাত্রির স্নিগ্ধ আকাশে।
ছুঁতে চেয়েও ছুঁতে না পারার
সেই বিহ্বল সময়,
বন্দী রেখেছি তাকে,
সেই রাত্রে আটকে সময়,
মনের গোপনে।
তার মুক্তি নেই, মুক্তি নেই--
যতদিন না তুমি আবার আসবে পাশে
সত্যি অথবা কল্পনায়
যদি কখনও রাখো হাতে হাত,
সেই সন্ধ্যায় মুক্ত হবে সময়,
সেই রাতে শেষ হবে রাত,
আসবে প্রভাত।
ততদিন আমার স্মৃতিতে দিনযাপন,
সেই সন্ধ্যার,
সেই শেষ না হওয়া রাতের,
স্মৃতি দু'চোখের গভীরে
হারিয়ে যাওয়ার
স্মৃতি সেই সন্ধ্যায় বসে বসে
মরমে মরে যাওয়ার,
জলায় একপায়ে দাঁড়ানো
বকের মত স্থির হয়ে থাকা
স্মৃতিতে ভেসে থাকি,
এই অস্থির সন্ধ্যার বুকে,
অথবা বিনিদ্র রাত্রির কোলে মাথা রাখি।
এই রাত্রির আকাশে, সংগোপনে
আটকে আছে সময়।
শুধু তুমি আসলে পাশে,
সত্যি অথবা কল্পনায়
যদি রাখো হাতে হাত,
সেই সন্ধ্যায় মুক্ত হবে সময়,
সেই রাতে শেষ হবে রাত,
আসবে প্রভাত।
~~~~~●~~~~~
২৪/১২/২০২২