তুমি আমার বসন্ত দিন
                  ফাগুন মাসের ফুল,
তুমিই আমার কালো কোকিল
                  শরতের কাশ ফুল।
তুমি আমার শীতের সকাল,
                  ঠান্ডা হিমেল হাওয়া,
হেমন্তের রাতে শিউলি ফুলে
                  একটি শিশির পাওয়া।
তুমিই আমার লাল পলাশে
                  রাঙিয়ে যাওয়া শাখা।
তোমার জন্যে একলা রাতে
                  তোমার ছবি আঁকা।
বর্ষা রাতে অঝোর ধারায়
                  তুমিই ঝরো মনে,
তুমিই তো গো চির সবুজ,
                  অপার সবুজ বনে।
তুমিই আমার রাধাচূড়া,
                  তুমিই পারুল বন,
তোমার জন্যে জ্যোৎস্না রাতে
                  খারাপ করে যে মন।
তুমিই আমার আনন্দ যে,
                  তুমিই যে উৎসব।
তোমার দেখা পেলেই আমার
                  হয় যে দেখা সব।
তুমিই আমার কৃষ্ণকলি,
                  কৃষ্ণ-প্রেমের বাঁশি,
তোমায় দেখেই ইচ্ছা করে—
                  তোমায় ভালোবাসি।
       ~~~~●~~~~