কোনো নির্জন কালো রাতে একলা পথচলা-
আকাশ টা ঢেকে থাকে মায়াবী জোৎস্নায়,
ক্ষণিক মুহূর্তে হাতের মুঠোয় নেমে এলে চাঁদ
মাতাল প্রেমিকের মতো হাবুডুবু খায়!
থমকে যাওয়া সময় যেন ঘন কুয়াশায় মোড়া-
নিমেশে হারিয়ে যাওয়া এক জোনাকির ছায়া;
আলোকবর্ষ বিলীন আজ কক্ষপথের ধাঁধায়-
ভেসে আসে রঙিন ধোঁয়া নাকি কোনো মায়া!
আস্তিনের ধুলো মাখা পথ খুঁজে পায় জীবন
দিশেহারা অন্তহীন মানবতা ভষ্মের করুণ আর্তনাদে-
নেই নেই কোত্থাও নেই মহামানবের গান
অতলস্পর্শী জ্ঞানসমুদ্রও যেন বিবর্ণ আজ বিষাদে!
একটা সদ্য গজানো ফুলের কুঁড়ি, একলা পথ চলার অঙ্গীকার বদ্ধ-
ভেঙে দিতে পারবেনা কোনো কবির নিজস্ব অসমাপ্ত কবিতা আরব্ধ!