একেবারে হয়ে গেলে নিরুদ্দেশ
ভুল করেছি পথ, এটুকু জেনো,
মেঘের সাথে মেঘের পাল্লা দিয়ে
কোলাহলে ঘুম ভাঙ্গবে- জানো।
স্বাভাবিক জীবন, শান্ত নগর
পৃথিবীর বুকে মানুষের থাবা;
এক কামড়ে'তে ছিঁড়ে কণ্ঠনালী-
ভালোবাসা খোঁজে, অন্ধ, কালা, বোবা!
আমি বুঝি নাকো, কিছু বুঝি নাকো
বিচ্ছেদের রং, সাদা নাকি কালো?
আমি খুঁজি নাকো, কিছু খুঁজি নাকো
অবেলায় কে আর বাসছে ভালো!
এই অন্ধকার, মিথ্যে পরিচয়ে,
ভালবেসো না কখনো অভিমানে-
বাকি আমায় নিয়ে যা অভিযোগ
লিখে ছিঁড়ে ফেলে দাও ডাস্টবিনে!