একটা পৃথিবী চাই, যেখানে সকাল বিকেল পাখি করবে কলতান
একটা পৃথিবী চাই, যেখানে থাকবে না জাত পাতের বিচ্ছিন্ন ব্যবধান
একটা পৃথিবী এমন হোক, যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই ভাই ভাই
একটা পৃথিবী এমন হোক, যেখানে থাকবেনা কোনো ধর্ম অধর্মের লড়াই
একটা পৃথিবী দেখতে চাই, যেখানে থাকবে বিশ্বাসের অটুট বন্ধন
একটা পৃথিবী দেখতে চাই, মনুষ্য রূপে জন্ম নিয়ে মানবতা করবে বিচরণ
সেই পৃথিবীতে থাকতে চাই, যেখানে থাকবে না পাশবিক অত্যাচার কিংবা ধর্ষন।
সেই পৃথিবীতে থাকতে চাই, যেখানে ভালোবাসার বন্ধনই হবে অটুট বন্ধন
সেই পৃথিবীর স্বপ্ন দেখি, যেখানে ছলছাতুরি বা কোনো প্রতারণা থাকবে না!
সেই পৃথিবীর স্বপ্ন দেখি, যেখানে বেকারত্বের জ্বালায় আত্মহননে কোনো মায়ের কোল খালি হবে না!
সেই পৃথিবীতে বাঁচতে চাই, যেখানে কৃষকরা পাবে তাদের যথার্থ মূল্য, ভরপেটে ঘুমোতে যাবে সব্বাই
সেই পৃথিবীতে বাঁচতে চাই, যেখানে চার দেওয়ালের বন্দিদশা ভেঙে ডানা মেলে মুক্তকাশে উড়বে সব্বাই
একটা পৃথিবী আমার চাই যেখানে নিঃস্বার্থে মানুষ মানুষের পাশে দাঁড়াবে সুখে এবং দুঃখে
একটা পৃথিবী আমার চাই, যেখানে চোখ রাঙানীর কৃতদাস বা গোলাম নয়, সবাই নিজস্ব স্বাধীনতার মালিক
একটা পৃথিবী আমার চাই, যেখানে কেউ জীবন্ত লাশ হয়ে বা ভোগপন্য দাসি হয়ে কিছু পিশাচের উৎকট লালসাকে নীলকন্ঠের মতো হবে না ধারক
আমার পৃথিবী এমন হবে
পথশিশুরাও ঘর পাবে, বৃদ্ধাশ্রমের রাস্তা হবে বন্ধ।
কামনার রঙে হারাবে না প্রাণ কোনো সদ্যোজাত নব প্রজন্ম।
দুর্ভিক্ষ বা মহামারী করবে নাকো বাড়াবাড়ি দুবেলা আহার জুটবে সবার।
এমন পৃথিবীর স্বপ্ন দেখি ভারত আবার হবে খাঁটি, প্রবাসীরাও দেশে ফিরবে আবার।
✍️ সুদীপ্ত