রেখেছি পাহাড়ের আস্ত বিবরণ, কোনো এক প্রধান অতিথির কাছে,
তুলে দেওয়া হবে এক যুবকের পোস্টমর্টেম রিপোর্ট!
সভার বক্তৃতা শেষে মুখরোচক খাবারের সাথে নিবেদন করা হবে, আত্মহত্যা বিষয়ক কোনো মুখরোচক গল্প,
আসলে আত্মহত্যা নিজের সাথে পরিহাসের এক কঠিন চূড়ান্ত সিদ্ধান্ত;
এ বসন্তে পোষ্টার হবে কোনো মহলের দেওয়ালে।

আঁধার বৃত্তান্ত কোনো নিস্তব্ধ জীবনের আলপনা আঁকা স্টেশনে এক ব্যাকুল কাব্যের অপেক্ষায় আমি-
এক আস্তাকুড়ের চিহ্ন টানা বধির খাঁজে জমা ঝিঝিপোকার শব্দ মুখোর অন্ধকারের শেষ গন্ধ চিনিয়ে দেবো,
পৌঁছে দেবো চিতার অন্তিম বিভূতি'তে!
প্রস্তুতি নিয়েই এগিয়েছি....
অপেক্ষারা কলঙ্কে পুড়ে ফেলে আসা কাপালিক আশ্রয়ের সমস্ত অতীতের বর্তমান।

আসলে 'মানুষ ও রজনীগন্ধায়' কোনো বিশেষ পার্থক্য নেই, সবাই ফুলদানির সাথেই হাটে!