ভিড়ের মাঝে অচেনা মুখ, নিত্যনতুন পোষাকে-
ফিরবার কোনো পথ নেই আগামীর কাল বৈশাখে!
ভাঙছে পলি খরস্রোতায়, পথ করেছি ভুল,
স্রোতের টানে খেয়া মাঝি, খোঁজে ফেরে মাস্তুল!
সাক্ষী বলতে একফালি চাঁদ, কলঙ্কের দাগ লেগে গায়ে,
এখনো তোমার নালিশে, আমার ভালোবাসা হেঁটে বেড়ায়!
আমার গল্পটাও লিখুক কেউ, দিকশূন্য পথিকের-
ধারে কেনা কিছু নিরবতা, এ পৃথিবী শান্তনা'দের!
সময় বড় অবাধ্য, পুড়ছে শুধু, তবে চিতা নয়'
একাকীত্ব আমার আজও প্রিয়, বাকি কিছু পরিচিত নয়!
জীবন মানেই সমঝোতা আর ভুলে যাওয়া শোক'
নিজের দেশে আজও আমি ভিনদেশের কোনো লোক!!
✍️ সুদীপ্ত