*হিজিবিজি*(৭)

আমার একচালা ঘর, তোমার লাল পেরে শাড়ী-
কোনো মৃত পাহাড়ের বুকে, স্মরণ সভার মন ভারী!
আমার বৃষ্টি মুখর রাত, তোমার স্বপ্নে ভাষা তরী-
উড়ে গেছে ভিনদেশে, বাস্তবতার করাল চোখের সারি!
নিভু নিভু প্রদীপের শিখা, জানে কেবল ভালোবাসার দাম-
প্রাপ্তির একমুঠো নিঃশ্বাসে, বেঁচে থাকা শুধুই বদনাম!
সংগ্রাম রেখেছি ডুব সাঁতারে, ভেঙে চলেছি চোরাবালি-
আমার রক্তের প্রতি ফোঁটায়, লেখা থাক মনুষ্যত্বের নামাবলি!
চিঠির ভাজে বিষাক্ত ক্ষত, বাকি পড়ে থাকা জীবনের ঋণ-
পরিযায়ী পাখিরাই জানে, কত সুখ ঘরে ফেরার দিন!
দেওয়ালে টাঙানো ছবি, ফুলদানিতে শুকনো রজনীগন্ধা-
যাত্রিবিহীন এ শহরে, মৃত্যু মিছিল হানা দেবে কোনো সন্ধ্যায়!
অভিমানে মেঘ জমে, ভারী হয়ে আসে ছায়া-
আমাকে ভোলা সহজ নয়, উপেক্ষায় থাকে মায়া!
✍️ সুদীপ্ত