লোকে আমায় পাগল বলে, বলুক..
মন পড়ে আদেও কয়জনায়?
কার্ফিউ জারি করে ভাঙা হৃদয়ে,
প্রতিটি নেশা ধরা জোছনার রাতে,
পারবে কি তুমি আমাকে আটকাতে!
আমাদের আকাশ আজ ভিন্ন তাই
চাঁদের কলঙ্কে ভালোবাসার গল্প লিখে যাই!

লোকে আমায় পাগল বলে, বলুক..
চোখের ভাষা বোঝে কয়জনায়?
এ গানে আর তুমি সুর খুঁজো না,
এ গান আর তোমার জন্য নয়,
পথ ভুলেছে নীড়ের ঠিকানায়!
অবাধ্য হৃদয় কতটুকু শোনে
কান্নার দাগ মুছে যাবে ভোর হওয়ার আগে!

লোকে আমায় পাগল বলে, বলুক..
বুকে মাথা রেখে দেখে কয়জনায়?
থেমো না, তোমাকে আজ যেতেই হবে,
কাঁচের মতো চূর্ণ বিচূর্ণ করে,
খুঁজছি আশ্রয়, ভেঙে পড়া মাস্তুলে!
বৃক্ষ শুধু রেখেছে তার খবর
বিচ্ছেদের সুর কণ্ঠে তুলে আমি বেদুঈন যাযাবর!

লোকে আমায় পাগল বলে, বলুক..
চিরকাল পাশে থাকে কয়জনায়?
এ পৃথিবীর আকাশ বাতাস জল,
চিহ্ন রেখে গেছে মেঘের আদল,
ঠোঁটের কোণে মিথ্যে হাসির ঢল!
স্মৃতি গিলে খায় সাগরের ঢেউ
একটা মানুষ হারিয়ে গেলে শূন্যতা তার বোঝে না কেউ!