ক্যালেন্ডারে ঘুরছে বছর, গরম ভাতের গন্ধ,
চুলচেরা বিশ্লেষণ, মুখোশে নাচে শাসকের মঞ্চ!
আমার সময়ের পদচিহ্নে, ফেলে আসা নদী-
বহুদূর বনানীর ফাঁকে, ভাসে শহীদের বেদী!
ঘুম নামে চোখের পাতায়, মেঘে ঢাকে তারা-
একাকী কোনো ভোরে, শুনে যেও অন্ধের দোতারা।
একটা দুটো কবিতা লিখি, রাতপোষাকির খরচায়
ছিন্ন করে সব মায়াজাল, মৃত্যুর দর হাঁকি-
শেষ করে যাবতীয় শোক, প্রজাপতির ডানায়
অবশেষে, কিছুটা জীবন এখনো বেঁচে থাকা বাকি!
মুখ থুবরে নির্জন পথে পরে থাকা একমুঠো ভালোবাসা-
ঠিক যেমন, নববর্ষের ছোঁয়ায় খোলা কোনো নতুন খাতা!