স্বপ্ন যদি ভেঙে যায় হঠাৎ মাঝরাতে
ঘিরে ধরে নৈরাশ্য ভীষণ অবাস্তব,
জড়িয়ে ধরে দুঃস্বপ্নের মালা নিশি প্রভাতে
জলছবি ভাসে চোখে রূঢ় বাস্তব।
আশা জাগে, অবসাদ ঘুঁচে সব প্রাণান্ত
ঘুম ঘুম চোখে মেকি মায়ার অভিযান,
হৃদয় কোণে তবুও ক্লান্তির সুবাস অফুরন্ত
কালা জলে বিলিয়ে দিয়ে সব অভিমান।
ভাঙ্গা জানলার কার্নিশে মলিন মুখ
ফাঁকা পকেটে কিছু স্বপ্ন রাখে পুষে ,
ভেসে আসা চিৎকারে কেঁপে ওঠে বুক  
অধরা স্বপ্নের মুক্তি শুধু জীবনের শেষে।
স্বপ্নের মিছিল সেজেছে বেকারত্বের সাজে;
শত কোল হচ্ছে নিঃস্ব, বিদেহীর শব্দবাজে!