দেনা পাওনার দায়ে দেউলিয়া মন, ছাতনা তলায় স্বপ্নভঙ্গ,
বাইজির পেশা হাতছানি দেয় সমাজের মুখে কতো রঙ্গ!
প্রতিহিংসা গুলো বালিচাপা আজ পেরেকে ঝুলছে দেহ,
খুনিরা ধুয়েছে ঘোলাজলে হাত, তবুও চাঁদ বাড়াচ্ছে মোহ।
মুক্ত ভাবনা আর আবেগ গুলো আঁধারের বাহুবলে,
নিঃসঙ্গতায় দায় বাসনার ধন হারিয়েছে অশ্রুজলে!
আজ যে বন্ধু, কাল সে শত্রু, নোংরা রাজনীতির কবলে,
কলুষিত এই কদাকার সমাজ তলিয়ে যাচ্ছে অতলে,
ঝুলছে প্রেম স্লিপিং পিলে একাকি রাতের ব্যর্থতায়,
ভ্রূণ হত্যায় আজ নষ্ট শব সতীত্ব ভাসে নর্দমায়॥