হে আগামী সূর্য,
অনেক স্নিগ্ধ প্রভাতে বিস্তির্ণ আকাশ পাবে তুমি,
কত রক্ত রাঙা ভোরে শুনিবে কাকলী।
এই চলে যাওয়া দিনকে
মনে রাখবে কি?
ও পথিক, তুমি অগ্রগামী,
তোমার জন্য অনেক নির্জনতা মাখা
রোদেলা প্রান্তর,
ক্লান্ত দুপুরে গাছের ছায়া।
ফেলে আসা এই পথ পানে ফিরে তাকাবে কি?
ও হে মা হতে চাওয়া মাঠ,
অনেক বীজের সংসর্গে
জন্ম দেবে অনেক ফসল।
ঘামের গন্ধে মাতাল তুমি শুনবে কি
আর থেমে যাওয়া এ গান?
দুর্গমতা' ইটে গড়া অতীতের পথ।
সেথা আলোর চেয়ে আঁধার জানি বেশি...
তবু, হে বেড়ে ওঠা যুবক,
তুমিও কি ভাসিয়ে দেবে
কোমল কোমল ঘুমপাড়ানির গান
কোনো এক বিস্মৃতি-সাগরে?
বাষ্পীভূত হিম,
তুমিও কি মিলিয়ে যেতেছ
ক্রম-সবুজ পাতার
কোনো এক রৌদ্রমাখা দিনে?
তুমি ধূসর পান্ ডুলিপি,
পড়েই আছ কত ছেঁড়া কবিতা নিয়ে!
তোমার পাশে কলমখানা ধুলো মাখা
এখনও আছে শুকনো দোয়াত পাশে।
ঘাড়গোঁজা সেই কবিটারে মনে পরে?
ও শ্বেত বসনা মালবিকা,
হৃদয় কি তোর মজে আজো
কোনো উদাসী মোহন সূরে,
থেমে গিয়ে যে নিয়ে গিয়েছে
তোর সব রঙ অজানায়?
অরুণ বলে, "হারিয়ে যাওয়া
অন্ধকারেও লুকিয়ে থাকে ভালোবাসা।"
তাইতো আজো অতীত খোঁজে
স্মৃতির লাঙলে হাল দিয়ে
হৃদয় জমিতে স্বপ্ন-চাষা।