ভাঙাচোরা মুহুর্তরা "কাল" হয়ে যায়
প্রতিদিন। সৃষ্টিহীন ভাবনা মরে যায়।
ঝড়া পাতার ভীড়ে শব্দরা লুকানো
থাকে, যেমন আকাশেতে নীল মেশানো।
পথের ধারে গান গাওয়া সেই বাউলটিরে
দেখিতাম রোজ একতারা আর গানের ভিড়ে।
সে গান কখন অরুণালোকেরই মত
মিলিয়ে গেল বিঁধিয়ে মনে ক্ষত!
রাতের সাথে জোনাকিরা এসেছিল
তারারা ঘুমোতে সবাই কোথায় গেল?
পান্ডুলিপিতে ধুলোরা জমে থাকে,
আর অতীত-হাওয়ায় কেবলই উড়তে থাকে।
বর্তমানও হবে সেই আগামীর অতীত।--
এইভাবে গড়ে ওঠে ঐতিহাসিক ভিত।