মৃত্যুর সাথে য়ুদ্ধ করে সারা জীবন কাটে।
ওড়ে বিজয় পতাকা, ঘটে মৃত্যুর পরাজয় !
অস্ত্রে-অস্ত্রে আঘাতে সে ক্ষত-বিক্ষত--
ঢাল-তরোয়াল-কামান-গুলি-বন্দুক তো নয়,
লাঙল-কুঠার অস্ত্রাঘাতে হয়েছে সে কাত !
দংশায় তাহারে জীবনের কীট ক্ষতস্থানে।
মৃত্যুর প্রতি চিৎকারে যেন ভেসে আসে গান--
জীবনের জোয়ারি গান আমি শুনেছি আনমনে।
লাঙল দিয়ে নকশা কাটি, মাটিতে বপনি বীজ।
অনধিকার প্রবেশে করে বিপদেরা প্রতারণা !
ঘামগুলো সব জলে গুলে যায়! আমি ভাসমান।
কষ্ট মরেনা কখনও, মরে শুধু প্রতারণা।
বাতাসও দিচ্ছে আঘাত, তবুও এগিয়ে চলি;
নির্গত বাষ্পে শুনি মৃত্যুর শেষ নিশা'স।
ডায়েরি ফুরাইয়া যায়, তবু লেখা তো ফুরায় না।
কতই না ছবি আঁকা জীবনের ক্যানভাস'।
বাটি হাতেই দাঁড়িয়ে থাকি, অস্ত্র এঁটো রুটি,
পকেটের খুচরোরা ঝন' গেয়ে ওঠে জয়গান !
জয় করেছি ক্ষুধা- কষ্ট- লাঞ্চনাকেও আজ !
লড়াইয়ের তালে বাজুক ভোরাই সুরে' আজান!
হাতে বদল হই সতী আমি নই আমি পতিতা
লালসা মিটিয়ে খাই, প্রেম নাহি পাই.. ধরি নীড়।
রাজপথে ভীড় জমে। তলিয়ে যাই ভীড়- গভীরে;
ধুলো সাঁতরে চলি পথের অলি- গলি.. খুঁজি তীর।
ঘাসেরাও যুদ্ধ করে, গাছপালা- পাখিও লড়ে--
পার্থিব জীবনেতে দেখি যুদ্ধের ফাঁদ পাতা..
যুদ্ধ করে মুক্তি পাব --চলছি এটা মেনেই।
সূর্যের আশে গলায় মাথা গৃহবন্দী লতা।
কলম যেদিন থমকে যাবে শূন্য রবে খাতা,
যুদ্ধ হবে শেষ ঐদিন বন্ধু হবে যম;
মৃত্যুর হবে জয়! আমরা মানি না পরাজয়!
আগামী' ঐ ইতিহাসে গান পাবেই সিংহাসন।