সন্ধ্যা বেলা একা আমি,
সেই চেনা তটভূমি !
ভাবি তোর কথা,
আঁকি তোরই ছবি
আমার মনস্পটে । মনে পরে,
এসেছিলি তুই দমকা এক ঝড়ে,
বসন্তে কোকিলা সংগীতের ন্যায়
প্লাবিত করেছিলি আমার কোমল হৃদয়।
হঠাৎ কোন সূর্যাস্তে হারিয়ে গেলি তুই
গোধূলির মত আমার দিবস-হৃদয় হতে!
জানিস, নদী বলে তোর কথা।
আছিস তুই মহা সুখে!
আর আমি তো সোহাগ তীর্থের কাক
পরে আছি তোর প্রেম খুঁটে খাওয়ার তরে।
আচ্ছা, কখনও কি আসবি না,
বিচ্ছেদের  এই ভাঙা কপাটে
লাগাবি না একটা শক্ত  পেরেক,
যা করবে রিমেক আমাদের বন্ধুত্বকে ?
হয়ত আমি আউলা বাউল- উদাস--
"রুখো চুলে পথের ধুলো।"
তবু যদি আমার ক্ষেতে করতি প্রেমের চাষ,
ফসলে ফসলে ভরিয়ে দিতাম,
জন্মাতো কচি ঘাস।

কি যে ভুলভাল বকি আমি!
তুই তো নস অন্তর্যামী!
শুধুই দিবাস্বপ্ন দেখি।
বারে বারে জেগে দেখি
আলোক মধ্যে আছি।