ভেবেছি আর স্বপ্ন দেখবোনা
তোমাকে নিয়ে,
তাতে আসুক না যত দুঃখ বাধা
সব কিছু মাথা পেতে নেব;
বিকেলের কথাগুলো সব মুছে দেব
বৈশাখের কালো বৃষ্টির জলে|
ধুয়েদেব সব স্বপ্ন আমার,
রোজ সকালে স্কুলের পাশে তুমি দারিয়ে থাকবে
আমি জানি|
তবুও আমি আর আনন্দিত হবনা
তোমাকে সেখানে দেখে|
হয়তো আমাকে স্বার্থপর ভেবে
তোমার চোখে জল আসবে,
কিন্তু সেই জল মোছানোর লোক আর
আসবে না;
আমি তো চলে যাব অনেক দূরে
তোমাকে ছেড়ে |
তাইতো ভেবেছি আর স্বপ্ন দেখবোনা
তোমাকে ঘিরে|