হিন্দু-মুসলিম, খ্রীষ্টান-বৌদ্ধ
সব ধর্মই এক |
মানবতার পৃষ্ঠা খুলে
দেখরে সবাই দেখ||
তবে কেন এতো ভেদাভেদ
এতো কেন দন্দ|
করতে হবে সকলে মিলে
এ সব কিছু বন্ধ||
জাতিভেদের পর্দা গুলোও
ছিঁড়তে হবে আজ|
পরতে হবে সকলে মিলে
নতুন জাতের সাজ||
এ জাত হবে সবার এক
একই ধর্ম হবে|
এ ধর্ম হচ্ছে মানবধর্ম
যেখানে সকলে মিলে যাবে||
নিজের ধর্মকে শ্রদ্ধা করে
অপর ধর্মকে অবহেলা|
এমন ধর্মের পুন্যফল
সবই যাবে ফেলা||
ভাল কর্ম যদি কর
হোক না তা বিন্দু|
আসল ধর্ম তাতেই হবে
মুসলিম হোক বা হিন্দু||