যেভাবে শান্ত রূপকথা আঁচল বিস্তার করে
চিত্রকল্পের প্রাকৃত আয়োজনে বৃষ্টির নির্ভার
নিঃশব্দে সংকেত বহন করে আনে
অজস্র পাতায় পাতায় সবুজের পদচিহ্ন শুধু
পৌষের অন্তিম চরণে জাগে ছন্দিত পয়ার
মুগ্ধ দৃশ্যটিকে শীত ঋতু ছুঁতে চায় গোধূলি ঢঙে
ক্লেশরেখা মুছে দেয় রোদ
পাহাড়ের জটিল বিস্তারে কুমায়ুন , নিরঞ্জন আমি
উপচার ক্ষুধা ও অগ্নিপ্রবণতা
সরস্বতী নদী জলে রেখেছে গভীর এক হাত
অন্য হাতে বহমান নদী প্রবল ভৃঙ্গার
শূন্য লাগে সবই
কোথা সেই রূপবতী ধান
সমর্পিত চেতনায় জলের সমুদ্রবর্ণ স্মৃতি
ঋজু দ্বারে রেখেছে আড়াল, দ্বিধা-দ্বন্দ্ব
পূর্বভাষা বয়ে যায় বহুদূর নন্দিত ইচ্ছায়
ঘন জল পায়ে পায়ে ছুঁয়ে চলে পয়ারের ছন্দ ।