বিকেলের আলপথ ঝিলপাড় লেন
আলোর দহন বক অরক্তিম ঢল নামায়
পিঠ জুড়ে এলোমেলো বরুণ উচ্ছলতা
গোধূলিরও অভিনয় পাখসাটে
ফিরে দেখা পথ , আরও খোয়া গেছে কত কিছু
চই চই ছেলেবেলা, মাঠের স্মৃতিরা ধূলোট
বকাবকি কানমলা
কাকীমা দিদিমা প্রতিবেশী। উঠে গেছে
শ্যাওলা সকালে, জল কলে দীর্ঘ লাইন...।
হাপিত্যেশ দূর্বাদল , ভাঙনের কূল ঝিল পাড়
ফিরে গেছে শৈশবের শ্লেট পেনসিলে
কেরোসিন লণ্ঠন বেতারের ধারা বিবরণী
ঘুম ভাঙা মাঝরাতে আকাশের তারা খসা লেন...।