এখনো অন্ধকারে জমাটি গন্ধিপোকা ও ঝিঝি-র ডাক লেগে আছে
অনেকটা পরিসর ছড়ানো বিপুল ল্যান্ড ব্যাঙ্ক, সুদ কষা, ত্রৈরাশিক অবলোকন।
মশারির ছাপানো গোলাপ ও মেহগনি ঢং
উড়েবেরাচ্ছে ইথারে ইথারে...
আরও কিছু প্রতিবাদী রাত বারোটার হাতধরে শহর পেরোয় ।
আমি কিছু কথকথা চুপ করে বসে আছি গভীর কবিতায় ।
নদীরও কিছু ব্যক্তিকথা থাকে
সেসব রাত্রিকালিন সৌপ্তিক অভিনয় জরির কাজের মতো
ঘুম আসে , আসে কিছু আবছায়া , উত্তর মৈত্রেয়ী বোধ
আলো বাধে ভোরের প্রত্যাশায় ...
তারিখ- ২৬।২।২০১৫