একটার পর একটা বাতি নিভিয়ে
রাতের তারারা শোবার ঘরে ঢোকে।
একাকী বিছানায় এঁকে দেয় চাঁদের আলপনা
অন্ধকারে ভয়গুলো পাশাপাশি শোয়
মেঘের পর মেঘ ঢেকে দেয় তোমায় ।
পাশাপাশি শুয়ে থাকি আমি,
অজান্তে ছুঁয়ে দেবার ইচ্ছেগুলো-
আমার পাশবালিশে থাকে জড়িয়ে ।
কামনারা প্রেতাত্মার মতো অন্ধকার দাপিয়ে মরে
তোমার মতো কাউকে ছুঁয়ে দেবার আগে
নিজেকে স্পর্শ করি অনেক গভীরে ।