এক যুদ্ধের শেষে অন্য এক যুদ্ধের শুরু
গজ-ফুট- ইঞ্চির হিসেবে বাঁধা পড়ি ,
এ জীবন কতটুকু দাবি রাখে নিজের ভিতর
কপর্দকহীন ভবঘুরে মৃত্যুর শীতল ছোঁয়ায় ।
রক্তের নদী পেরিয়ে পৌঁছই অন্য এক ভোরে
হিসেবের অঙ্কে ভুল, দেখার ভাষাও জটিল ;
হৃদয়ের মাঝখানে যুদ্ধের দামামা গুরুগুরু
কোন মহা অন্ধকারে শুরু হয় আমার সময় ।