অসহায় স্বাধীনতা
সুদীপা চৌধুরী
আজও আমরা পারিনি একটি শিশুর পিঠে বইয়ের ব্যাগ তুলে দিতে তার মাথা থেকে বৃহৎ ইটের বোঝা নামিয়ে,
আমরা পারিনি হোটেল রেস্টুরেন্টে এঁটো বাসন ধোয় যে ছেলেটি তার স্কুলে যাওয়ার ইচ্ছা পূরণ করতে ,
রোজ যে ছোট মেয়েটি একটি ছোট ভাই বা বোনকে কোলে নিয়ে ভিক্ষা করে পথের ধারে বসে পরিনি তার ক্ষুধানিবৃত্তি করতে,
স্বাধীনতার বাহাত্তর বছর পর ও ভারতীয় শিশুরা শ্রমজীবী হয়ে রয়ে গেল।
যে ফুল ফোটার কথা ছিল তা অকালেই ঝরে যায়,
অসহায় পলকে মৃত্যু কে কাছে পায়।
স্বাধীনতা মানে কি শুধুই পতাকা উত্তোলন,কুচকাওয়াজ জন-গন-মন আর বন্দেমাতরম !
যে সমাজে শিশুরা ক্ষুধা-শিক্ষার অনাহারে জীবন কাটায় সেইখানেতে স্বাধীনতা পালন বড্ড হাস্য জাগায়।।