মানবতা তুমি কোথায়?
- সুদীপ মুখার্জী

মানবতা তুমি কোথায়?
আজ জননী তোমার কালিমালিপ্ত
লুকিয়ে রয়েছে হেথায়,
মানবতা তুমি কোথায়?
আজ কন্যা তোমার ভীত, শোকস্তব্ধ, মিছিল সামনে চৌমাথায়,
হে মানবতা তুমি কোথায় ?
বিচার চাইছে জনতা, তবু কুশাসন নৃত্য করছে মাথায়?
মানবতা তুমি কোথায়?
আজ বাক স্বাধীনতার দ্বার রুদ্ধ, মুক্তির খোঁজ মিলছে না হেথায়,
মানবতা তুমি কোথায়?
মহিলারা আজ উচ্চপদে, কিন্তু তবু রাত নিরাপদ নয় হেথায়?
হে মানবতা তুমি কোথায়?
রাজ্যে আজ নারীরা রাজত্বে, তবু কি দিন বদলেছে হেথায়?
মানবতা তুমি কোথায়?
দ্রৌপদীরা আবার বস্ত্র বিহীন, লজ্জা ঢাকবে কোথায়?
হে মানবতা তুমি কোথায়?
নারীর বিচার কি পুনরায় লেখা হবে নব মহাভারতের গাঁথায়,
মানবতা তুমি কি তাই আজ মুক বধির স্থবির এই অনন্ত নীরবতায়?