অদ্ভুতুড়ে গদি
আহা কি মর্ম সে গদির,
কি বলব ভাই?
যে বসবে তার উপর, হয়ে যাবে স্বপ্ন মদির;
বেড়ে যাবে তার খাঁই ।
আগে যেমনই থাক মানুষটা,
গদির বাতিকই এমন
বসলেই তাতে পাল্টে যাবে জীবনটা,
যেমন ভোজবাজি হয় ঠিক তেমন ।
হাততালি দিলে পাবে সেজন,
হরেক রকম সুবিধা;
গদি ঘিরে ভিড় করবে হাজার হাজার জন,
কোন কাজেই থাকবে না কোন বাধা ।
সকলের উপর ছড়ি চালাবে চোখের ইশারায়,
গদিতে বসা রাজা কিংবা রানী ;
রক্ষকও সেই ভক্ষকও সেই - সবই গদি চালায়,
গদির তলায় যারা, তারা হালে পায়না কো পানি ।
এ গদি কোন যে সে গদি নয়,
হিসাব রাখছে সবই ;
তার নজরে ঠিক -ভুল স্বচ্ছ বিচার হয়,
হ্যাঁ - তাতে দেরী হয় ঠিকই ।
গদিতে চড়া শাসক যদি ভাবে,
নিজের পাপ চাপা দেবে পাশ বালিশে ;
গদির ভূত তাকে ঠিক ঠেলে ফেলে দেবে,
তখন আর কাজ হবে না কোন নালিশে ।
হে অদ্ভুতুড়ে গদি, তুমিই বিচার করো এবার,
তোমার উপর বসে আছে যে, সে যেন জানতে না পারে পাছে ;
গদির ভূত বের করুক খুঁজে - ওই জন সাধু নাকি সাধুবেশে চালাচ্ছে পাক্কা জালিয়াতি কারবার,
বিচারের ভার ছেড়ে দিলাম - হে গদি - তোমার কাছে।