বিষলিপি

নেই কোন অভিযোগ,
তবেই পাবি লক্ষীর ভোগ;
যদি করিস তোষামোদ,
তবে জুটবে আমোদ প্রমোদ;
নির্যাতনের কথা মিছে বলা,
শুধু শুধু চেঁচিয়ে ধরবে গলা;
যে বা যারা ধরতে চাইছে মোরে,
জেলে পুরব সব কটাকে গায়ের জোরে;
সব ছলা কলা রয়েছে আমার জানা,
আইনের ফাঁক ফোকরও আমার চেনা;
দিব্যি তো রয়েছিস পেটে ভাতে,
প্রাণ দিবি কি শেষ বেলাতে;
শিক্ষা তোদের কেড়ে নিচ্ছি,
বদলে যে তেমন ভিক্ষা দিচ্ছি;
মেলা খেলা নিয়েই শান্ত থাক,
বিরোধীরা আমার নিপাত যাক;
এখন আমি কি আর একা নাকি,
হাজার চোখ আমার কিছুই যায় না ফাঁকি;
ঘুষ নেওয়াতে দোষ দেখি না,
বেশি পড়লে কাজ পাবি না;
পড়ুয়ারা সব খাটতে যা,
অন্য কোথায় মরতে যা;
আমার কথা শুনবে যে,
এ রাজ্যে থাকবে সে;
কত শিল্প তোদের অজানা,
চপ ভাজতে তোদের কে করেছে মানা;
চাকরি নেই, শিক্ষা নেই, এই তো আমার চাই
তোরা দুটো টাকার মোহে মুখ বুজে থাক,
ভোটটা যেন পাই;
ও সব বিপ্লব টিপ্লব আমার চেনা,
রয়েছে হরেক রকম পোস্য আমার কেনা;
যারা সব সোঁপেছিস আমাকে নিজেদের বিবেক আর সম্মান তামাম,
আমার "বিষলিপি" ভরে সোনার অক্ষরে লেখা থাকবে তাদেরই নাম।