দূর হতে পথের ধারে চেয়ে দেখেছি তোমার মুখখানি
সে যেন কোন অপরূপ এক আভা
শান্ত দীঘির জলে হঠাৎ দেখি তোমার ছায়াখানি
মানবী নয় এ যেন কোন এক উজ্জ্বল প্রভা
মায়াময় চোখ কি খুঁজেছে
জানি নি আজ অবধি
বৃথাই চেষ্টায় মন তাকে ফিরে ফিরে চেয়েছে
আশার বুঝি ঘটল আজ একান্তে সমাধি
যখন দেখি তুমি চলে যাচ্ছ দূরে আরো দূরে
হাত নাড়া ওই হয়ে গেল শেষ
ট্রেনের হুইসেল মিলিয়ে গেল বিষাদ করুন সুরে
দৃষ্টিতে একরাশ হতাশা, পলকে জিজ্ঞাসা নির্নিমেষ
এতদিন যা বলার ছিল বলা হল না
হয়তো তুমিও জানতে, আমার মনের কথা
তবু আমায় একপেশে করে রেখে দিলে, তা বুঝতে দিলে না
চোখের কোনে জল আটকে রইল, অন্তরে দমে রইল অদম্য ব্যাথা।
(এক পুরনো বন্ধুর হৃদয় ব্যর্থতার নিরিখে লিখেছিলাম)