পাতা নাড়িয়ে এত শব্দ করছি, কানে তো যাচ্ছে না
নাকি ইউটিউবে ঢুকে রয়েছ, শোনার সময় পাচ্ছ না
ফিরিয়ে দাও আমার সে মাটি
ভীত যার মজবুত, উপাদান যার খাঁটি
রাসায়নিক গিলিয়ে গিলিয়ে শেষ করলে সবকিছু
ওই সারের প্রকোপ সহজে ছাড়বে না পিছু
আবার আমার পেটে ঢুকে সেই তোমার কাছেই পৌঁছবে
ভেবো না আমাকে বিষ দিয়ে তুমি ডিঙিয়ে চলে যাবে
তোমার সাথেই নিরীহ পশুপাখিরা রোগে ভুগবে নয়তো প্রাণটা খোয়াবে
তুমি কেমন জীব, নিজের সাথে বাস্তুতন্ত্রের বারোটা বাজাবে
তোমার চাইতে অনেক নিকৃষ্ট, নির্বোধ গাছ হয়েই বলছি
ওহে মানুষ, একটু শোন, তোমাকে কয়েকশো কোটি অনুরোধ করছি
অনেক তো নিজের মর্জি মতো চললে, এবার না হয় গাছ লাগিয়ে উৎসব কর
হই হই করে পার্টি ফুর্তির সাথে আমাদের দুটো চারা লাগিয়ে পোস্ট কর
নিজের ভালো নিজে বুঝলে ক্ষতি নেই কোন
নইলে আসন্ন বিনাশের জন্য এবার দিন গোন।