সকাল সকাল তলব করেছ,
কাঁচা ঘুমটাকে মাটি করে ফেলেছ।
এখন বলছ 'এপ্রিল ফুল' - ব্যাপারটা কি হল ?
ও ভাই, এ সব প্ল্যান, তোর ভাইয়ের জন্য হল।
কাল থেকে সব পাল্টে যাবে,
আমার উপরে 'মল' বানাবে।
বাচ্চাগুলোর হইচই আর হাসাহাসি,
এসব যে এখন খুব ভালবাসি।
হই না কেন শুধু গাছপালা,
তোরা মানুষেরা যে আমাদেরও খাস, তার বেলা।
এই জঙ্গল কেটে কই সব 'শপিং মল' করবে বলছে,
ওই যে হোঁৎকা মতন লোকটা কি সব যন্তরে 'প্ল্যান' ভাঁজছে।
আমার ভাই ওই শিমূল গাছটাকে কালকে উপড়ে ফেলল,
কাল রাত থেকে খালি ভাবছি, এই বুঝি আমার পালা এল।
ওদের ঘরবাড়ী বানাবার তরে,
ডালপালা কেটে নেয় যখন পারে।
তাই বলে কি প্রাণেই মেরে ফেলবি,
দরকার বলে যা ইচ্ছে তাই করবি।
মোদেরও প্রাণ আছে একথা কি নেই জানা,
ওঃ, তোরা তো আবার দেখেও অন্ধ, দিনের বেলাতেও দিন-কানা।
তোদের মাঝে থাকতে থাকতে ধুলো আর ময়লা মেখে,
দাঁড়িয়ে আছি সেই কোন কাল থেকে।
তোদের কথা শোনার লোক অনেক, তোরা ভারী দলে- বলে,
এই 'গাছেদের কথা' শুনতে নারাজ সকলে।