তারাদের কথা
দিনের আলোর খেলা শেষ এবার,
রাত্রির আঁধার নামবে, আর সাথে শুরু হবে তারাদের কারবার।
আলোর জন্য অন্ধকার জীবিত,
আবার অন্ধকারের তাড়নায় কখনো আলোর দীপ্তি স্তিমিত।
দিনের আলোয় তারাদের বাইরে আসা নিষেধ,
রাতের গভীরে ছোটে ওদের অশ্বমেধ।
তারার মেলায় রাতে সব ঝকমকে দেখায়, চোখে তাক লাগায়,
দিনের আলোয় আবার তারাই ভয়ে পালায়।