ন্যাতা সবজান্তা

আজ এ পাতে, কাল ও পাতে এঁটো কাটা সবই খাচ্ছি,
আশে পাশে এদিক ওদিক যা দেখছি, লুটে পুটে নিচ্ছি।
লজ্জার বালাই নেই, ওপাট এক্কেবারে  ঘুঁচেছে,
সম্মানটাও মুছে টুছে গেছে।
নীতিবোধ নেই বলেই গদি পেয়েছি,
যা নিজের নয়, তাও গোগ্রাসে গিলে নিয়েছি।
কি হল, আমায় এখনো চিনতে পারো নি গন্ড মূর্খ জনতা,
আরে আমি ওই যে তোমাদের ন্যাতা সবজান্তা।