সূর্য্যি মামা গেছেন তলে
চাঁদ মামা আসবে বলে
হিন্দু-মুসলিম ভেদ ভুলে
নতুন খেলা খেলব বলে
কাজী নজরুল আর রবিঠাকুর যেখানে
মিলন হতে হবেই সেখানে
নাহি চাই মোদের জাহান্নামের রাজত্ব
মোরা চাই নতুন স্বর্গের অস্তিত্ব ।
১৪২৮ সাল
[আমার লেখা অপ্রকাশিত গল্প 'গোবিন্দভোগ চালের পায়েস' এর শেষ ভাগ থেকে সংগ্রহীত]