আগে ছিলাম দেশের স্বার্থে নিবেদিতপ্রাণ
দেশের দশের সেবায় মোরা সদা সচেষ্ট
শাসকগোষ্ঠীর গুলিতে আমরা অনেকবার প্রাণও দিয়েছি
মহান ব্যাক্তিদের মেনে চলেছি
দেশকে আপন করে নিয়েছি
চলেছি পা মিলিয়ে একসাথে
ভাবিনি নিজের কথা আলাদা করে
কিন্তু এখন আমি বা আমরা কেমন রয়েছি
স্বাধীন দেশে বেশ নিজের স্বার্থ বুঝে নিচ্ছি
দুটো বাচ্চা না খেয়ে মরছে, তা মরুক
আমার কিছু এসে যায় না
দেশটা যাচ্ছে অতলে, স্বাধীন হয়েও পরাধীন
কি হয়েছে তাতে, আমার তো শার্ট প্যান্ট জুটছে
ওসব ছোটদের কথা ভেবে কি হবে?
নিজে বন্ধুদের সঙ্গে আড্ডা দিইগে গিয়ে
রকে বসে জমাচ্ছি বেশ আসর
কি হবে ওসব পুরনো কথা ভেবে?
চাকরি করে নিজের পেট ভরব
মহাপুরুষ তো দূরে থাক, নিজের বাপ-মা কেও চিনব না
এই তো আমরা এখন
বিদেশে গিয়ে দেশকে ভুলে যাব
নিজের মাথা বিক্রি করব দেশের শত্রুদের কাছে
ভাবব নিজে মহান হচ্ছি
কিন্তু হবে কি তা?
একদিন পা পিছলে পরব
আমাদের পরের প্রজন্ম আমাদেরও হয়তো ছাপিয়ে যাবে
এখন আমরা রোজ স্কুল, কলেজে ধর্মঘট করি
ভাঙচুর চালিয়ে পার্টি- বাজি করি
কাল হয়তো তারা আরও বেশি কিছু করবে
মা বাবাকে নিজের বলে ভাববেই না
এই কি তবে আমাদের ভবিতব্য ?
তবে কি দেশের জঞ্জাল হয়ে উঠব আমরা ?
আমরা, যে ছাত্ররা দেশের স্বাধীন পতাকা তুলেছি
তারা কি দেশটাকে রসাতলে ডোবাব ?
ভেবে দেখবার সময় এসেছে
নইলে সামনে রয়েছে সমূহ বিপদ।