খবর আনিছ কিছু নতুন কাণ্ড করিবার
নাকি পুরাতন চালে পেট হইয়াছে 'খাইবার'
খাই খাই করি পেট ভরিবার তরে
অন্যের ঘরে চুরি করি দিনে-দুপুরে
খালি নেব নেব, দিবার নাইকো বালাই
অন্ন-বস্ত্র- অর্থ ছুঁড়িয়া করছি মগজ ধোলাই
বোধ করি মোর, শিয়রে ভর করেছে স্বয়ং শয়তান

কথার খেলাপ করিলে সাজা
অথচ নিজের বেলাতে নেই, বাহ বেশ মজা
সকলে মোর পদানত হোক এটাই আমার চাই
মানুষের কথা ভাবার অতশত সময় আমার নাই
আমার রাজত্বে শুধু তাদের জায়গা পাকা
যাদের ঘরের লোকের মনে কেবলই আমার ছবি আঁকা
বেশ হয়েছে হোক না, শিয়রে মোর রয়েছে সত্যই শয়তান

মৃত্যু মিছিল হোক বা যতই হোক চোরাকারবারি কিংবা লুটপাট
ঘুমিয়ে ঘুমিয়ে আমি শীতের শহরে, শিক্ষার ঘুচিয়েছি পাঠ
মোর কবল থেকে রক্ষা পাবি না আর কোনও দিন
দেবতা শুধুই আমি হব, বাকীরা সব মান- সম্মানহীন
কদর্য খেলায় মত্ত আমি, তোদের এ ঘরে ও ঘরে ঘুরব
তোর নিজের বলে নেই আর কিছু, তোর 'করিডর' -এ ডিনার সারব
শিয়রে শয়তান আজ দেখি না কেন ?, বোধ হয় আমিই স্বয়ং শয়তান।