সেদিন ঘুমিয়ে ঘুমিয়ে দেখেছি
গিয়েছি আমার অজানা এক দেশে
সেখানে শুধু গাছ আর গাছ
কলকারখানার কোন চিহ্ন নেই
এখনকার গাড়িঘোড়াও দেখছি না
চাষি, তাঁতি ভাইয়ের দেখা পেলাম
কিন্তু পোশাক সব কি রকম
মনে হল এ এক ভিন্ন জগত
গরুর গাড়ি জোর দু একটা
আর তো কিছু দেখা যাচ্ছে না
হ্যাঁ, দেখতে পেলাম কিছু ছেলেকে
ধুতি পরে তারা পাঠশালায় যাচ্ছে
বেশ ভালোই লাগছিল দেশটা
এমন সময় বেজে উঠল কানের কাছে কি একটা যন্ত্র
উঠে দেখি ঘড়ির অ্যালার্ম চলেছে বেজে
ওঃ ! তাহলে ওটা ছিল স্বপ্নের দেশ
সত্যি যদি এমনটা হত
কেমনই না হত ।
সন ২০০৭ (আমার ডায়েরির পাতা থেকে পাওয়া)