এ দল বলে- "কাল তোমায় বন্ধ রাখব,
এ মোর রইল পণ।"
ও দল বলে- "ওরে আমিও দেখব, তোকে বেরোতে দিলে তো,
ভোরবেলাতে ঘরে পাঠাব সমন।"
এ দল বলে - "ওরে রেডি হ, খেতে হবে অনেক ধুলো ,
কাল গাদা গাদা লোকে দলব তোকে , তোর দিন বুঝি ফুরোল।"
ও দল বলে- "বললেই হল, ও আমার দখলে,
বেশি বললে ঘুম পাড়িয়ে দোব, নিজের সেনাবলে।"
এ দল বলে- "তোর চলবে না কোন জারিজুরি ,
শুধই তোর বড় বড় বুলি, নেই কোন কারিগরি।"
ও দল বলে- "তোকে চলতেই দোব না, বন্ধ করব দোর,
ফ্যাল ফ্যাল চোখে চেয়ে থাকবি, চোখে ঘুম আসবে না তোর।"
জনগণ বলে- "চুপ কর বাপ, এ বার ছাড় মোদের,
যে আসিস, সেই বলিস, রাস্তা নাকি তোদের।"
এই শুনেটুনে, ঘেমেনেয়ে শেষে হাল্কা একটু হেঁচে,
রাস্তা একটুখানি বুঝি মুচকি হেসে বলল- "আমি এখনও বেঁচে।"