নিমীলিত আঁখি আর কি বলে দিতে বাকি
খাঁচা ছাড়া পাখি, সুখ বলে আর কিছু আছে কি
স্বপ্ন-মদির এ দুনিয়ায় মহাকালের প্রলয় চলছে
শান্তির দূত নিমেষে লুটায়, দূরে দাবানল জ্বলছে
শূন্য সকল মত্ত বিবাদ, দেখতে এসেছে স্বয়ং সে আজ
প্রকৃতির ওই বাজল ডঙ্কা-নিনাদ, লুকিয়ে গিয়েছে গোলাপের সাজ
ক্ষিপ্ত গগন, রুক্ষ মাটি, সুখের সকাল যেন সোনার পাথর বাটি
সরিয়ে রাখো লোভের গয়নাগাটি, নইলে রইবে না আর দাঁতকপাটি।