(কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য -এর প্রতি শ্রদ্ধার্ঘ )

কলির রাজত্বে বাংলা দুর্নীতিময়
কবির কণ্ঠ- রুদ্ধ নিভু নিভু করছে বাতি, ধ্বংস বুঝি এই হয় হয়
মোদের পুণ্যভূমিতে আজ শ্মশানের বিভূতি
শবের মধ্যে তাণ্ডব করছে নিয়তি
তবু এখনো রয়েছে বাকি, করতে হবে নিকেশ
মন্ত্রমুগ্ধ জনতার স্রোত বুঝতে পারলে বেশ
ফুরিয়ে যায়নি দিন, সে এখনো দেয়নি ফাঁকি
নয়তো একদা হারিয়ে যাওয়া সভ্যতার মতো নিঃশেষ হওয়াটুকুই যা বাকি
কালও আমরা পথেই ছিলাম কয়েক শতক আগেও তাই
ওদের বিরোধ করার মতো মুরোদ কোথায় পাই
পয়সাকড়ি নেই বলে কি চিরদিনই হব নিলাম
আমাদের লুটেপুটে নিয়ে আমাদেরই বানাবে কেনা গোলাম  
এই নিবন্ধে লিখে গেলাম মোর কিঞ্চিৎ ভবিষ্যৎবানী
বিস্মৃত এ ভূমি বিদ্রোহী কবি নজরুল তথা জীবনানন্দের স্বপ্নের রাণী
এই বাংলা সুভাষ-রবি-বিবেকানন্দ -এর গুনেতে সমৃদ্ধ
একথা যেন ভুলে না বসে বাংলার শিশু যুবক কিংবা বৃদ্ধ
এই জননীর নিধন যারা করছ নিজের বিবেক ভুলে
শারদীয়ায় দুর্গা মা তাদের বিঁধবেন ত্রিশূলে
শুধরে যাবার সময় রয়েছে এখনো কিছু হয়নি শেষ
তবে দেরী করলে আর কোনদিনই মোরা গড়তে পারব না আপন বঙ্গদেশ।