তোমার দেখা মেলা সত্যই ভার
আমার এবং অন্যদের একই মত সবার
ছেলে নাকি এ যেন ঈদের চাঁদ
সকলেরে করেছে সে একসাথে বাদ
ফোন নাই কথা নাই এ কেমন জন
হোয়াটসঅ্যাপ এর উত্তর দিয়ে বল এর কারণ
দিন যায় রাত যায় তোমার দেখা নাই
কাজের নামে কোথায় গেলে নদের নিমাই
ভাবছি একটা মোম পুতুল বানিয়ে তোমার
নিত্যদিন জল-বাতাসা ঢেলে করাব আহার
শেষমেশ বলতে হচ্ছে ভাই
আমরা সবাই একসাথে আবার হয়ে যাই।
সন ২০২১
(দীর্ঘদিন কোন যোগাযোগ না করায় ভাই সুপ্রতিমকে উদ্দেশ্য করে লেখা )