অনেক তো ছুটি ছুটি হল, এবার শুরু হোক পড়া পড়া খেলা
দেখেছি অনেক ইন্টারনেট, খেলেছি অনেক মোবাইল গেমের খেলা
এবার যদি স্কুল না খোল, বলে দিচ্ছি একটা কথা
পরীক্ষার খাতা সাদায় ভরাব, বইগুলো থাকবে শীতঘুমে জড়িয়ে কাঁথা
কবে যে যাব খেলার মাঠে স্কুলের বন্ধুর সাথে দল বানাতে
ঘরেতে বসে বসে 'বোর' আমি, শুধু সময়ই সময় আমার হাতে
ভুলতে বসেছি 'ইউনিফর্ম' -এর 'কালার', নীল নাকি কালো
দিন আসে আর রাত চলে যায়, দূর ছাই, আর লাগছে না ভালো
ব্যাগে ব্যাগে ঘুরতে যে মজা, সে সব এখন মনে হয় অতীত
ওই ঘরকুনো ছেলের, ঘরেতেই টিভি আর 'ল্যাপি' -র সাথেই যত পিরীত
আমাকে মাঝে মাঝে চেয়ে দেখে আর পাশে রেখে ভুলেই যায়
দেখিয়ে দেখিয়ে ছেলেটা ম্যাগি-পাস্তা সাঁটায়
ও ছেলে চল না স্কুলে, চল যাই মিথ্যে মিথ্যে
আমি না হয় 'পেন', তাই বলে কি জানতে নেই কি ফারাক চলিতে আর কথ্যে।