তুমি?
ভোরের কুয়াশার মাঝে এক পশলা রোদের মতো তুমি,
বৃষ্টিভরা নদীতে আবার নৌকার ভেতর চুপ করে বসে তুমি,
পাহাড়ে যেখানে মেঘ লুকায় মুখ, সেখানেও যেন দেখি তুমি,
সোঁদা মাটির উপর নরম পায়ের ছাপ, ঠিক যেন হেঁটে গিয়েছ তুমি,
ধানের ক্ষেতে ওই কে যেন শাড়ি পরা মেয়েটা, সেও কি তুমি?
নাম বললেও গাল লাল হয়, এমনই লাজুক তুমি।