বিন্দুবিসর্গ বুঝতে নারি
কলরব শুধু করতে পারি
মধ্যযুগের বর্বরতা উঁকি মারছে ওই
সবার চোখে ঠুলী পরা, দেখতে পাচ্ছি কই
চাকরি বাকরি খেলনা বাটি হল
আজ ও গেল, কাল ও পেল
খেলাই তো খেলছি মোরা
আগামী দিনের কপাল পোড়া
লিখতে অথবা মুখ খুলতে গেলে জান কোথায় মিলবে ঠাঁই ?
বলবে শ্রীঘরের ঘর খালি আছে, কোনটাতে তোমার চাই ?
বেশি বেগরবাই করলে ধোলাই হবে
ঘরেতে ঢিল পড়বে কে জানে কবে ?
দেখেও যেজন অন্ধ সাজে সেই জনে দাও বিদ্যে, দেখাও মুক্তির আলো
বিন্দুতে বিন্দুতে সিন্ধু হোক সবে, সঙ্গে বিসর্গ বোধ জাগলে ভাল।