বহুদিন পর আবার তুমি ধরা দিলে
ওই সাজানো সুন্দর সুদূর নীল নীলিমায়
কাছের সেদিন খুব করে মনে পড়িয়ে দিলে
ওই বলাকার পারে যেখানে সূর্য গিয়ে সমুদ্রে মিশেছে অন্তিম সীমানায়
তুমি স্মৃতির বাইরেও সর্বত্র নিজের ছোঁয়ায় ছুঁইয়ে দিলে
এই শেষের কিছু বছর তোমার ভালোলাগা টুকু রয়ে যাক মনের আঙ্গিনায়
ফিরে পাওয়া সম্ভব নয় জানি, সে তো অলীক কল্পনায় তুমি আসা যাওয়া করো রোজ
অনেক খুঁজেছি কবরের ধারে তোমার, কতই না চোখের জল ঝরেছে, তবু আজও পাইনি তোমার খোঁজ।
(যে রহিম চাচার বয়ান লিখেছি উনিও সদ্য গত হয়েছেন। ওনার বেহেস্ত নসিব হোক।)