অবিরত বহমান স্রোত
জ্বলিছে আজ বিশ্বজগৎ
মানুষে মানুষে বিরোধ শুরু
হিংস্রতার দেওয়াল পুরু
চিনা রোগ আজ বিশ্বব্যাপী
প্রতিষেধক বিনা বাড়ছে রুগী
চিকিৎসকের বিধান শুনে
এ রোগ-সঙ্গে থাকতে হবে দিন গুনে
নিস্তার পাওয়া এখনও বহুদূর
সামাজিক দূরত্ব বজায় রাখায় সবার একই সুর
স্পষ্ট হয়েছে একটা ধ্রুবসত্য
প্রকৃতির কাছে আমরা নিমিত্ত মাত্র।
২২ শে মে, ২০২০।